/ সংবিধানে ইসলাম ধর্মকে সুউচ্চ শিখরে স্থান দিতে শহীদ জিয়ার অসামান্য ভূমিকা রয়েছে

সংবিধানে ইসলাম ধর্মকে সুউচ্চ শিখরে স্থান দিতে শহীদ জিয়ার অসামান্য ভূমিকা রয়েছে

নগরীর স্বর্ণপট্টিতে খাবার বিতরণকালে এড. মনা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন অতিবাহিত করেছেন বিশ্বমানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.)। মহান আল্লাহ্’র আল-কোরআন ও রাসুল (সা.) এর সুন্নাহ্ প্রতিটি মানুষের জীবনে বাস্তবায়ন হলে সমাজে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। তবে ইসলামে কোনো ধর্ম ব্যবসার স্থান নেই। ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে অপরাধীরাও অনেক সময় পার পেয়ে যায়। এধরণের স্বার্থন্বেষী ধর্ম ব্যবসায়ীদের জন্য ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। ইসলামের প্রকৃত সৌন্দর্য্য কলুষিত হয়।

গতকাল রবিবার সকালে নগরীর হেলাতলা রোডে স্বর্ণপট্টি ইসলামী এন্তেজামিয়া কমিটির উদ্যোগে মহররম এবং ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা এড. মনা আরও বলেন, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম সংযোজনসহ ইসলামকে সুউচ্চ শিখরে স্থান দিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য ভূমিকা রয়েছে। মুসলিম উম্মাহ’র মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মধ্যদিয়ে ঐক্যবদ্ধ করা ও ইসলামকে সমুন্নত রাখতে বিশ্বশান্তিতেও ভূমিকা ছিল তাঁর। এজন্য বিএনপি’র সকল ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ।

উপস্থিত অতিথি হিসেবে ছিলেন নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক কে এম বদরুল আনাম, ২১নং বিএনপি’র সভাপতি আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এন্তেজামিয়া কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এন্তেজামিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওয়াছেপ আলী বিশ্বাস, সহ-সভাপতি আব্দুল করিম ও জাকির হোসেনসহ স্বর্ণপট্টির বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

অন্যদিকে, নগরীর ১নং কাস্টমঘাট এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুরূপ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলোচক মাওলানা গোলজার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মানজুর আহম্মেদ, মো. তরিকুল ইসলাম, মাওলানা আবুল ফজল, হাফেজ আল আমিন প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তির।