খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার, খুলনা সার্কেল মোঃ জাকির হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছে খুলনা নাগরিক সমাজ ও ভুক্তভোগী এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করে। প্রতিনিধি দলে ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, এলাকার বাসিন্দা ও খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদার, এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট শেখ শাহাবুদ্দীন, মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট বাহালুল করিম, মোঃ ইমরান হোসেন প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে ঠিকরাবন্দ হয়ে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচঢালা অংশ এবং বর্ষাকালে পানি জমে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন এ সড়কে হাজার হাজার যানবাহন চলাচল করে খুলনা ও সাতক্ষীরার মধ্যে যোগাযোগ বজায় রাখছে, কিন্তু দুরবস্থার কারণে দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া ও যানজট এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি অনেক সময় অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা প্রদানকারী গাড়িও গর্তে আটকে পড়ে। ইতিপূর্বে টেন্ডারের মাধ্যমে যেসব সংস্কারকাজ করা হয়েছে, তা নিম্নমানের হওয়ায় স্থায়ী কোনো সমাধান আসেনি। বিগত প্রায় এক বছর ধরে সড়কটির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এ সময় স্মারকলিপিতে অবিলম্বে জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু করার দাবি জানানো হয়। প্রতিনিধি দলটি উল্লেখ করে, যথাযথ সংস্কার না হলে এ সড়ক দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা খুলনা-সাতক্ষীরা অঞ্চলের অর্থনীতি, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জীবনযাত্রায় চরম নেতিবাচক প্রভাব ফেলবে।
সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন স্মারকলিপি গ্রহণ করে প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, অত্র সড়কের জরুরি সংস্কার কার্যক্রম গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।