স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে খুলনা অক্সিজেন ব্যাংকের সাথে চিকিৎসকদের বৈঠক থেকে অপ্রাসঙ্গিকভাবে সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করেন এক সাবেক ছাত্রনেতা। তিনি বলেন, ‘সাংবাদিকদের সম্পর্কেও অনেক অভিযোগ আছে, খাম নেয়ারও অভিযোগ আছে, অনেক সুযোগ-সুবিধা নেয়ার অভিযোগ আছে’। এসময় স্থানীয় এক সাংবাদিক মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনের সাথে কথা বললে ওই সাবেক নেতা সংশ্লিষ্ট সাংবাদিককেও অপমান করেন।
উল্লেখ্য, ঈদ-উল-আযহার আগের রাতে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে স্পেক্ট্রা কোম্পানীর অক্সিজেন ট্যাংক থেকে রোগীদের বেডে অক্সিজেন সরবরাহ না হওয়ার ঘটনাকে কেন্দ্র করে খুলনা অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবকদের সাথে হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদারের ভুল বোঝাবুঝি হয়। যেটি নিয়ে গতকাল শনিবার দুপুরে বৈঠক হচ্ছিল। বৈঠকে খুমেক হাসপাতালের পরিচালক ডা: মো: রবিউল হাসান, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুল আহাদ, উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা: শেখ মো: ফরিদ উদ্দিন আহমেদ, হাসপাতাল থেকে সদ্য বদলী হওয়া উপ-পরিচালক ডা: বিধান চন্দ্র ঘোষ, সহকারী পরিচালক ডা: অপর্ণা বিশ্বাস, আরএমও ডা: অঞ্জন চক্রবর্তী, নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান রাসেল এবং সাবেক ছাত্রলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলমসহ খুলনা অক্সিজেন ব্যাংকের উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সকলের বক্তব্যেই উদ্ভুত পরিস্থিতি নিয়ে সমাধানের কথা বলা হলেও শেষ পর্যায়ে এসে একজন সাবেক ছাত্রনেতা অপ্রাসঙ্গিকভাবে সাংবাদিকদের সম্পর্কে কটুক্তি করেন।
তার এ বক্তব্যে অনেকের মধ্যে প্রশ্নের জন্ম নিলেও কেউ কোন প্রতিবাদ করেননি।