সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি টন পেঁয়াজ আমদানিতে খরচ হয়েছে ২৫০ ডলার; যা কেজিতে পড়েছে ৫৫ টাকার কিছু বেশি।
রোববার বেলা সাড়ে ৩টায় ভারত থেকে ৩০ টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে বলে জানান আমদানিকারক নুর ইসলাম।
এদিকে পেঁয়াজ আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। স্থলবন্দর এলাকায় ৭৫ টাকা কেজির পেঁয়াজ এখন ৬৫ টাকা দরে বিক্রয় হচ্ছে।জুলাই থেকে দেশের বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার পর দাম নিয়ন্ত্রণে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।
আমদানিকারক নুর ইসলাম বলেন, পাঁচটি প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- হিলি সততা বাণিজ্যলায়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র।তিনি বলেন, আমদানির প্রথমদিন রোববার মেসার্স জগদীশ চন্দ্র রায় নামের আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন পেঁয়াজ এনেছে। প্রতি টন আমদানিতে খরচ হয়েছে ২৫০ মার্কিন ডলার।
সবশেষে চলতি বছরের ৩ মার্চ এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল।