মহানগর ও জেলা বিএনপির মানববন্ধনে মঞ্জু

কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদাসহ অন্যান্য কমিশনার ও কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তারা আজকে এদেশের সবচেয়ে ধিকৃত প্রতিষ্ঠান। এদেশে বুদ্ধিজীবী ও বিদেশী সংস্থাগুলো স্পষ্টভাবে বলছেন, এই নির্বাচন কমিশনারদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমরাও মনে করি সিইসিসহ নির্বাচন কমিশনো অধীনে পদশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
গতকাল পসামবার কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু বলেন, সরকার সুপরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে হরহামেশা ও খুন ধর্ষণ নিত্যদিনের ঘটনা। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্যই তারা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জাতীয় নির্বাচন গেছে এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো একই কায়দায় তারা লুট করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রায় ৩০ লাখ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা হয়েছে। গণতন্ত্রের পক্ষে যে সব মানুষ কথা বলেছেন, তাদের অনেককেই গুম হতে হয়েছে। অবিলম্বে এই অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, এড. শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, মুজিবুর রহমান, নাজমুল হুদা সাগর, খায়রুল ইসলাম জনি, আবু সাঈদ শেখ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোল্লা কবির হোসেন, হেমায়েত হোসেনসহ আনেকে। আসাদুজ্জামান মুরাদ ও ওহিদুজ্জামান রানার পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাও. আব্দুল গফ্ফার।
মানবনন্ধনে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, রেহেনা ঈসা, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শাহাজালাল বাবলু, এস এ রহমান বাবুল, আব্দুর রকিব মিল্লক, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, ইকবাল হোসেন খোকন, নিজামুর রহমান লালু, সাদিকুর রহমান সবুজ, মো. শাহাজাহান, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুস সাকিব পিন্টু, হাসানুর রশিদ মিরাজ, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম শফি, শরিফুল ইসলাম জমাদ্দার জলি, শরিফুল ইসলাম বাবু, জিএম আসাদুজ্জামান, ওয়াজউদ্দিন সান্টু, গোলাম কিবরিয়া আশা, রবিউল হোসেন, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, আবুল কালাম শিকদার, হাসান মেহেদী রিজভী, শেখ জামিরুল ইসলাম, বদরুল আনাম খান, তরিকুল ইসলাম, বেলায়েত হোসেন, শরিফুল আনাম, জহর মীর, হাসানউল্লা বুলবুল, হাবিবুর রহমান বিশ্বাস, এইচ এম আবু সালেক, ইশহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, জাকির হোসেন, ইমতিয়াজ আলম বাবু, মোস্তফা কামাল, ওহেদুর রহমান দীপু, আসরাফ হোসেন, আসলাম হোসেন, নিরু কাজী, বাচ্চু মীর, মাহমুদ আলম বাবু মোড়ল, রফিকুল ইসলাম শুকুর, মোল্যা ফরিদ আহমেদ, আব্দুল জব্বার, নাসির খান, এনামুল হাসান ডায়মন্ড, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল আলিম, কাজী মাহমুদ আলি, আলমগীর হোসেন, আব্দুর রহমান, গাজী সোয়েব উদ্দিন মিন্টু, লিটন খান, জাকির হোসেন, মশিউর রহমান লিটন, শামসুল বারী পান্না, রাহাত আলি লাচ্চু, তানভিরুল আযম রুম্মান, মনিরুজ্জামান মনি, জহুরুল হক, এনামুল হক সজল, বাসির মোল্যা, সিদ্দিকুর রহমান, এমদাদ হোসেন, সিরাজুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, মোহাম্মদ আলি, নুরুল ইসলাম লিটন, ইসমাইল হোসেন, মোল্যা মনিরুজ্জামান, মাওলানা ফারুক হোসেন, হুমায়ুন কবির, জাকারিয়া লিটন, মিনা মুরাদ, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম তুষার, সোহাগ মোল্যা, আনজিরা খাতুন, লিটু পাটোয়ারী, গৌতম দে, কাল্লু কোরাইশি, জামাল উদ্দিন মোড়ল, কওসারী জাহান মঞ্জু, সাথী, কাকুলী, জসিম উদ্দিন, এড, মুরাদ, হেলাল হোসেন, শফিকুল ইসলাম বাদল, ইসমাইল হোসেন প্রমুখ।-খবরঃ বিজ্ঞপ্তির।