সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার অন্তত ছয়জন ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বাহিনীর পাশাপাশি এসব বিদেশি যোদ্ধারা লড়াইয়ে অংশ নিয়েছিল।

লেবাননের আকাশ থেকে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র হামা প্রদেশের ইরান-সমর্থিত মিলিশিয়াদের ওপর আঘাত হানে। অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান বলেন, সরকারি গবেষণা কেন্দ্র লক্ষ্য বানিয়ে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

ওই গবেষণা কেন্দ্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছিল। এতে ইরানি বিশেষজ্ঞরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে মাসাফের ওই গবেষণা কেন্দ্রে বেশ কয়েকবার ইসরাইলি হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের তথ্যানুসারে, ওই গবেষণা কেন্দ্রে সাইরেন গ্যাস তৈরি করা হচ্ছে। সিরীয় কর্তৃপক্ষ যা অস্বীকার করে আসছে।

আর সিরীয় বার্তা সংস্থা সানা বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে হামলা করার আগেই তা ধ্বংস করে দেয়া হয়েছে।