স্টাফ রিপোর্টার ঃ নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে ফাঁসানোর চেষ্টাকারী চক্রের বিরুদ্ধে দুইজন আইনজীবী পৃথকভাবে দু’টি জিডি করেছেন। ওই স্ট্যাম্পে তৈরি অঙ্গিকারনামায় করা ওই দু’জন আইনজীবীর নামের সীল ও স্বাক্ষর জাল বলে তারা অভিযোগ করেন। জালিয়াতি চক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনি (৪২) গ্রেফতারের পর ওই স্ট্যাম্পের জাল জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। ঘটনাটি তাদের নজরে আসার পর তারা এ জিডি করেছেন (যার নং-১৫০৬ ও ১৫০৭)। জিডি দায়ের করা ওই দু’জন আইনজীবী হলেন, নোটারী পাবলিক ও এপিপি মোঃ আব্দুল মান্নান এবং এড. মোঃ আতাহার হোসেন জোয়ারদার। তারা জিডির এ অভিযোগ তদন্তের মাধ্যমে প্রতারক চক্রের শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসাতে স্টাম্পে ওই দুই আইনজীবীর সীল-স্বাক্ষর জাল করেন বলে জানা গেছে।