/ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

সুন্দরবনের কয়রায় বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় কয়রা স্টেশনের সদস্যরা সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত কাঁকড়া কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।