নিজস্ব সংবাদদাতা,কয়রা(খুলনা)ঃ সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে করোনা কালিন সময় ঝুকিনিয়ে কাজ করা বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সু রক্ষায় কোভিট-১৯ ও বিভিন্ন স্বাস্থ্য পরিক্ষার জন্য ভাসমান মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনা রেঞ্জের অধিনস্থ সুতারখালী স্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ সহযোগী কাজী মাহফুজুল হক, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান, সুতারখালী স্টেশন কর্মকর্তা আছাদুজ্জামান, কালাবগীর নবাগত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের লোকজন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় সুন্দরবনের সম্পদ রক্ষায় অধিক ঝুকি নিয়ে কাজ করে থাকে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। ইতিমধ্যে খুলনা রেঞ্জের ১ জন বন কর্মি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যৃবরন করেন। এ সকল বিষয় বিবেচনা করে খুলনা রেঞ্জের লোকালয়ের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের সকল লোকজনদের করোনা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।