/ সুন্দরবন থেকে আরোহন করা অবৈধ চিংড়ি কয়রার বাজারে অবাধে বিক্রি

সুন্দরবন থেকে আরোহন করা অবৈধ চিংড়ি কয়রার বাজারে অবাধে বিক্রি

নিজস্ব সংবাদদাতা, কয়রা (খুলনা): সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা চিংড়ি বেদকাশির ফুলতলার মাছের আড়তে অবাধে বেচাবিক্রি চলছে। অসাধু জেলেরা বনের ভেতরের খাল ও ভারানীতে কট বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ চিংড়ি শিকার করে প্রতিদিন ভোরবেলায় জোড়শিং,পাতাখালির রাস্তা দিয়ে ফুলতলা মাছের আড়তে নিয়ে ৩০০-৩৫০ টাকা টাকা কেজি দরে বিক্রি করছে।


সরেজমিন ঘুরে দেখা গেছে, ফুলতলার মাছের আড়তে অবাধে সুন্দরবনের চিংড়ি বেচাকেনা চলছে। এ সকল চিংড়ি কয়েকজন মাছ ব্যবসায়ী ক্রয় করে নিয়ে কয়রার দেউলিয়া মৎস্য আড়ত ও গাবুরার মাছ কাটায় ৪০০-৪৫০ টাকা কেজি দরে বেচাবিক্রি করছে। বিষ দিয়ে শিকার করা চিংড়ি অবাধে বেচাবিক্রি হলেও প্রশাসনের কোন তদারকি না থাকায় অসাধু চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকার সচেতন মহলের লোকজন জানিয়েছে বর্তমান সময়ে সুন্দরবনে ব্যাপক ভাবে বিষ প্রয়োগে মাছ শিকার চলছে। বন্ধ করা না হলে বনের জীববৈচিত্র অচিরেই ধ্বংস হয়ে যাবে। বনরক্ষীদের নীরবতার কারণে অসাধু জেলেদের তান্ডব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তারা জানান।


ফুলতলা মৎস্য আড়তের সভাপতি হাবিবুর রহমান বলেন, কেউ চিংড়ি সহ অন্য প্রজাতির মাছ আড়তে নিয়ে এলে ব্যবসায়ি ও ফড়িয়ারা কিনে নিয়ে ব্যবসা করবে এটাই স্বাভাবিক। প্রশাসনের নিয়মিত তদারকি থাকলে অবৈধ মাছের বেচাকেনা বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।