সৌদি আরবের জিজান প্রদেশের কিং আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে চালানো এক ড্রোন হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন । আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে আহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি-না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, সোমবার (২১ ফেব্রুয়ারি) কিং আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে ছুটে আসা হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করে সৌদি আরবের বিমান বাহিনী। এ সময় ড্রোনটি ধ্বংসাবশেষের আঘাতে ওই বিমানবন্দরে অবস্থানরত বিভিন্ন দেশের ১৬ নাগরিক আহত হন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার কিং আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিমানবন্দরে ছুটে আসা একটি ড্রোন আটকে দিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিভিন্ন দেশের ১৬ নাগরিক আহত হয়েছেন।