ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলের দুইটি স্কুল ও প্রাইভেট বাড়িতে হামলা চালালে অন্তত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চার জন। বৃহস্পতিবার (৩ মার্চ ) রুশ বাহিনী এই হামলা চালিয়েছে। এই অঞ্চলের গভর্নর ভিয়াচেসলাভ চাউস এই তথ্য জানিয়েছেন।এক অনলাইন পোস্টে চেরনিহিভ গভর্নর বলেন, উদ্ধার কাজ চলছে, জরুরি সেবার তথ্যানুসারে এখন পর্যন্ত নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।টানা অষ্টম দিনের মতো চলছে ইউক্রেন ও রাশিয়ার লড়াই। এতে দুই পক্ষের হতাহতের বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ ইউক্রেন দাবি করেছে, সংঘাতে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক নয় হাজার সেনা নিহত হয়েছে।ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, অন্তত নয় হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে এই তথ্যের সত্যতা যাচাই করা হয় নি।ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাশিয়ার ২১৭টি ট্যাংক, ৯০টি আর্টিলারি সিস্টেম, ৩১টি হেলিকপ্টার, ৩০টি বিমান ধ্বংস হয়েছে।অন্যদিকে প্রথমবারের মত সংঘাতে নিজেদের সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করে রাশিয়া। দেশটি জানিয়েছে, তাদের ৪৯৮ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় এক হাজার ৬০০ জন।এছাড়া রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় দুই হাজার ৮৭০ জন ইউক্রেনীয় সেনা বা নাগরিক নিহত হয়েছে। তথ্যসূত্র: বিবিসি।