স্টাফ রিপোর্টার ঃ ২০২১-২২ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) আওতায় স্টেকহোল্ডারদের সাথে আরজেএসি’র নিবন্ধক অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম এনডিসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যৌথ মুলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধক খুলনা বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি আরজেএসি প্রাকটিশনার, বিভিন্ন কোম্পানীর মালিকসহ স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সভায় বিভিন্ন সেবা প্রাপ্তি আরও কিভাবে সহজ করা যায় সেবিষয়ে সকলে মতামত প্রদান করেন। এছাড়াও খুলনা কার্যালয়ে একটি বঙ্গবন্ধু কর্নার ও সেবাগ্রহীতাদের জন্য আলাদা বসার জায়গা রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন কার্যালয়ের সহকারী নিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম, এক্সামিনার অব অ্যাকাউন্টস ফজলুর রহমান, ইউরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক (সাগর), আরজেএসসি প্রাকটিশনার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল গফফার, সহ-সভাপতি এ্যাড. শেখ সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক বিমল সাহা, যুগ্ম সম্পাদক পার্থ প্রতিম বিশ^াস (হিরক), কোষাধ্যক্ষ আব্দুর রহমান মিলন, এস এম বদরুজ্জামান, এস এম আনোয়ারুল হুদাসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ। এরপর শেখ শোয়েবুল আলম এনডিসি খুলনার স্বনামধন্য মাছ কোম্পানী সাউদার্ন ফুডস লিমিটেডের ফ্যাক্টরি পরিদর্শন।