বিস্তারিত কর্মসূচিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন না হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিপর্যস্ত হতো। পিছিয়ে যেত বাংলাদেশ, আহত হতো গণতন্ত্র এবং উন্নয়ন। বঙ্গবন্ধু দেশে ফিরে আসায় বাঙালির স্বাধীনতার পূর্ণতা পায়। বঙ্গবন্ধু ফিরে আশায় মিত্রবাহিনী প্রত্যাহার হয়। বিশ্বের ইতিহাসে এতো কম সময়ে কোন দেশ থেকে মিত্র বাহিনী প্রত্যাহার হয়নি। শুধুমাত্র বঙ্গবন্ধু’র চৌকষ ও দূরদর্শী নেতৃত্বের কারণেই মিত্র বাহিনী প্রত্যাহার সম্ভব হয়েছিলো। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের লক্ষ্যে আইন-শৃংখলাসহ সার্বিক পরিবেশকে নিয়ন্ত্রণে আনতে ১০ লাখ অস্ত্র জমা নিয়েছিলেন। তিনি এ সকল অস্ত্র জমা না নিলে মুক্তিযুদ্ধ পরিণত হতো বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে। বাংলাদেশ কোন একটি দেশের প্রদেশে পরিণত হতো। জাতির পিতার এই তেজদীপ্ত চৌকষ দূরদর্শী রাজনীতির কাছে বিশ্ব নেতৃবৃন্দ আপোষ করতে বাধ্য হয়েছিলো। তিনি আরো বলেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। উন্নত বিশ্বের কাতারে আজ বাংলাদেশ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করি।
গতকাল রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা মহানগর আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বেগ লিয়াকত আলী, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, খন্দকার মজিবর রহমান, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, শেখ ফারুক হাসান হিটলু, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, মল্লিক আবিদ হোসেন কবির, বীরমুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন, আব্দুল্লাহ হারুন রুমি, আজগর আলী মিন্টু, অধ্যা. রুনু ইকবাল, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, বীরমুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, এস এম আকিল উদ্দিন, কেন্দ্রিয় শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিএম জাফর, কেন্দ্রিয় কৃষক লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, মো. মোতালেব মিয়া, শেখ মো. আবু হানিফ, অধ্যা. আবুল বরকত মুকুল, চ. ম. মুজিবর রহমান, শেখ আব্দুল আজিজ, মো. জাকির হোসেন, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, এমরানুল হক বাবু, শেখ হাসান ইফতেখার চালু, ফয়েজুল ইসলাম টিটো, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, আলী আহমেদ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর কনিকা সাহা, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি।
সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং খুলনা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু’র ভাস্কর্য্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
খুলনা জেলা আওয়ামীলীগ ঃ এ উপলক্ষে গতকাল বকিাল ৪ টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠতি হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. সুজতি অধকিারী।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি এ্যাড. সোহরাব আলী সানা, কাজী বাদশা ময়িা, এমএম মুজবির রহমান, এএফএম মাকসুদুর রহমান, এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দলেোয়ারা বগেম, অধ্যক্ষ এবএিম শফকিুল ইসলাম, বএিমএ ছালাম,এ্যাড. নমিাই চন্দ্র রায় ও রফকিুর রহমান রপিন, যুগ্ম-সম্পাদক সরফুদ্দনি বশ্বিাস বাচ্চু, কামরুজ্জামান জামাল. সাংগঠনকি সম্পাদক সরদার আবু সালহে,খালদেীন রশীদী সুর্কণ, আইন বষিয়ক সম্পাদক এ্যাডভোকটে নব কুমার চক্রর্বতী, তথ্য ও গবষেণা সম্পাদক অজয় সরকার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধকিারী রাহুল, দফতর সম্পাদক এমএ রয়িাজ কচ,ি র্ধম বষিয়ক সম্পাদক তারকি হাসান মন্টিু,বন ও পরবিশে বষিয়ক সম্পাদক এ্যাড . শাহ আলম, বজ্ঞিান ও প্রযুক্তি বষিয়ক সম্পাদক শখে মো. রককিুল ইসলাম লাবু, মহলিা বষিয়ক সম্পাদক হালমিা ইসলাম, যুব ও ক্রীড়া বষিয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতকি সম্পাদক মোখলসেুর রহমান বাবলু,উপ-দফতর সম্পাদক সায়দেুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম,নির্বাহী কমটিরি সদস্য ননী গোপাল মন্ডল,অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসনে মুকুল, বলিকসি আক্তার ধারা, ফারহানা হালমি, মোসাম্মৎ সামসুন্নাহার, শউিলি সরোয়ার, শাহনিা আক্তার লপি,ি ফারজানা নশি,িঅময়ি অধকিারী, মোঃ জামলি খান,হায়দার আলী মোড়ল, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, মানিকউজ্জামান অশোক, মোঃ মোতালেব হোসেন মিয়া, সাইফুল ইসলাম, সরদার জাকির হোসেন, সেলিনা আক্তার প্রিয়া, জেসমিন আক্তার জলি, বেগ আমীন, আজাদুর রহমান, দেব দুলাল বাড়ই বাপ্পী,মুসফিকুর রহমান সাগর, মাহফুজুর রহমান সোহাগ, মোঃ পারভেজ হাওলাদার,ইমরান হোসেন, মোঃ মারুফ হোসাইন, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড় প্রমুখ।

খুলনা বিশ্ববিদ্যালয় ঃ দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব এ উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
সকাল সাড়ে ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাশিপের সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। স্বাশিপের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান।
কুয়েট ঃ এদিকে এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন । প্রধান আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে. এম আজহারুল হাসান। সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার। সেমিনারে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ সংযুক্ত ছিলেন।
মহানগর শ্রমিকলীগ ঃ বিকাল ৪ টায় সংগঠনের কার্যালয়ে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বি এম জাফর। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্দ।সভাপতিত্ব করেন মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
এর পূর্বে খুলনা মহানগর শ্রমিক লীরে উদ্যোগে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বক্তব্য রাখেন শ্রমিক নেতা, মল্লিক নওশের আলী,মোঃ বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান,মোঃ জাহাঙ্গীর হোসেন,আঃ রশিদ শিকদার,মোঃ আসাদুজ্জামান মুন্না, মুন্সী ইউনুস, খন্দকার রফিকুল ইসলাম,মোঃ মনিরুল ইসলাম,মোঃ জামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ খালেক শিকদার,শাহজাহান সিকদার,মোঃ নুর ইসলাম,মোঃ বায়জিত সরদার,মোঃ সেলিম ফরাজী,মোঃ ফারুক খা, মোঃ মিরাজ হোসেন মহারাজ প্রমুখ।
মহানগর ছাত্রলীগ ঃ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল রবিবার সকাল ৯ টায় খুলনা প্রেসক্লাবে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে মাল্যদান করা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাব ঃ দিবসটি পালন উপলক্ষে গতকাল খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
আলোচনা সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাব সদস্য ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সুনীল কুমার দাস, ক্লাব সদস্য সৈয়দ আব্দুল মতিন, রকিব উদ্দিন পান্নু, এস এম ফরিদ রানা, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন প্রমুখ।
সভায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কন্যা নূরুন নাহার হীরা।
খুলনা সাংবাদিক ইউনিয়ন ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দিবসের শুরুতে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেইউজে’র সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংবাদিক নেতা মহেন্দ্রনাথ সেন, এস এম ফরিদ রানা, নেয়ামুল হোসেন কচি, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ ও আমিরুল ইসলাম।
সভায় দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসলাম হোসেন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ ঃ এ উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলা শাখার পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর মূর‌্যাল “চিরঞ্জীব মুজিব” এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম এবং সাধারণ সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ।
ডা. মোল্লা হারুন অর রশিদ, ডা. মো: সালাহউদ্দিন রহমতুল্ল্যা, ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, ডা. বিষ্ণু পদ সাহা, ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, ডা. এস. এম. তুষার আলম, ডা. মো: জিল্লুর রহমান তরুন, ডা. এস. এম. মাহমুদুর রহমান রিজভী, ডা. শৈলেন্দ্রনাথ বিশ^াস, ডা. অনল রায়, ডা. কাজী করিম নেওয়াজ ও ডা. সুদীপ পাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।