/ স্বামীর পরকীয়ার কঠোর সমাধান

স্বামীর পরকীয়ার কঠোর সমাধান

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের পশ্চিমপাড়ায় স্বামীর পরকীয়ার অভিযোগে ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির বিশেষ অংগ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।আহত বিল্লাল শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত রুমা বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে বয়রা গ্রানের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে পাশ্ববর্তী দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে।
শনিবার মধ্যরাতের এমন ঘটনায় বিল্লাল শেখের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

রবিবার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে। ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে।’

তবে পরকীয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে।ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।