স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার নগরীর বিভিন্ন স্থানে ভাসমান ও অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। যত্রতত্র ভাসমান ও অবৈধ বাজারের কারণে জন ও যান চলাচলে বিঘœ সৃষ্টি হওয়ায় কেসিসি’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজিবুল আলম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর বাবু খান রোড ও জব্বার সরণীতে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়। এ সময় সড়কের ওপর পণ্য রাখার অপরাধে বাবু খান রোডের হোটেল ব্যবসায়ী মো: বাদলকে ৩ হাজার এবং জব্বার সরণীর ৩ জন হোটেল ব্যবসায়ী সাগর, মুন্না ও সুমনকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার, বাজার সুপার মোঃ আব্দুল মাজেদ মোল্লাসহ বাজার ও সম্পত্তি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। জন ও যান চলাচলের সুবিধার্থে কেসিসি’র এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।