দেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। মডার্ন মিউজিকের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার প্রথম সারির একজন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর (স্থানীয় সময় ১০ মার্চ) লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছেফুয়াদের বড় ভাই রাহাত আল মুক্তাদির গণমাধ্যমকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ফুয়াদের অপারেশন সম্পন্ন হয়েছে। তার দুইটি বাইপাস করা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।নিপুণের দেওয়া শাড়ি বাসায় সেভাবেই আছে, ক্ষোভ নূতনেরনিপুণের দেওয়া শাড়ি বাসায় সেভাবেই আছে, ক্ষোভ নূতনের
শুক্রবার (১০ মার্চ) মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ফুয়াদের জন্য দোয়া চেয়ে ‘চিরকুট’র ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি লিখেছেন, আমাদের সবার প্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির ভাইয়ের আট ঘণ্টাব্যাপী ওপেন হার্ট সার্জারি হচ্ছে আমেরিকার একটি হাসপাতালে। আমাদের ফুয়াদ ভাই একজন যোদ্ধা। এর আগে, ২০১৭ সালে ফুয়াদ ভাইয়ের থাইরয়েড ক্যানসারের জন্য সার্জারি হয়েছিল। তিনি সেটা রিকভারিও করেছেন সাহসের সাথে। ফুয়াদ ভাইয়ের পরিবার আমার নিজের পরিবারের মত। আজকের দিনটা এই অমায়িক, ভীষণ আন্তরিক পরিবারটার জন্য কঠিন একটি দিন। আল্লাহ সহায় হোন। ফুয়াদ ভাইয়ের সফল অপারেশন এবং সার্বিক সুস্থতার জন্য আল্লাহর কাছে বিনীত প্রার্থনা করছি। আপনারাও প্লিজ ফুয়াদ ভাইকে আপনাদের দোয়ায় রাখবেন।১৯৮৮ সালে মাত্র আট বছর বয়সে আমেরিকায় পাড়ি জমান ফুয়াদ। সেখানকার একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। ১৯৯৩ সালে তিনি একটি ব্যান্ডদল গঠন করেন। ১৯৯৯ সালে ব্যান্ড ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তারা অনেকগুলো গান রেকর্ড করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাসকারী বাংলাদেশিদের জন্য দুটি অ্যালবাম ‘মায়া ১’এবং ‘মায়া ২’ প্রকাশ করেন। এরপর ২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে ফুয়াদের ‘বন্য’ অ্যালবামটি প্রকাশ হয়। এই অ্যালবামের ‘তোর জন্য আমি বন্য’, ‘জংলী’, ‘দ্য-দুষ্ট নাম্বার’, ‘নিটোল পায়ে’ গানগুলো বেশ জনপ্রিয়তা পায়। এরপর অডিও জগতে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দেন তিনি।