বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজের পর টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলামের। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শেষে বুধবার নতুন টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।

চট্টগ্রামে দুই ইনিংসে ব্যর্থ হলেও ঢাকা টেস্টে ৪৪ ও ৫০ রানের ইনিংস খেলেছেন তামিম। ৫ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের ৩২তম স্থানে এ বাঁহাতি ওপেনার। দুই টেস্টেই হাফ সেঞ্চুরি করা লিটন দাস ১১ ধাপ এগিয়েছেন। ক্যারিয়ার সেরা ৫৪ নম্বরে আছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার আগে আছেন মুশফিকুর রহিম। ২৩ নম্বরে তিনি, সাকিব আছেন ৩৩ নম্বরে। অধিনায়ক মুমিনুল হক রয়েছেন ৩৬ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, জশুয়া দা সিলভার উন্নতি হয়েছে। ভারতের রোহিত শর্মা ১৪ নম্বরে, রিসভ পান্ত ১১ নম্বরে, অশ্বিন ১৪ ধাপ এগিয়েছেন। ইংলিশ অধিনায়ক জো রুট আছেন চতুর্থ, লাবুশেন তিন ও কোহলি পাঁচে আছেন। শীর্ষের দুই স্থানে আছেন কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৫ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। সাকিব ২৪, মিরাজ ২৫, নাঈম হাসান ৪৬, আবু জায়েদ রাহী ৪৭ নম্বরে রয়েছেন। উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়াল ১৬ ধাপ এগিয়ে ৪৯ নম্বরে, জোমেল কোয়ারিকান ৫৯ নম্বরে আছেন।

বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে প্যাট কামিন্স রয়েছেন। সেরা পাঁচের বাকিরা হচ্ছেন নেইল ওয়াগনার, জেমস অ্যান্ডারসন, হ্যাজেলউড ও টিম সাউদি। ছয়ে স্টুয়ার্ট ব্রড, সাতে অশ্বিন ও আটে বুমরাহ আছেন। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সেরা পাঁচে এসেছেন অশ্বিন। শীর্ষে জ্যাসন হোল্ডার, দুইয়ে রবিন্দ্র জাদেজা, তিনে বেন স্টোকস, চারে সাকিব ও পাঁচে অশ্বিন রয়েছেন।