নগরীতে দিনে-দুপুরে চুরি

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খুলনা থানাধীন টিবি ক্রস রোডের একটি বাড়িতে আজ থেকে ঠিক তিনমাস আগে দিনে-দুপুরে চুরি হয়েছিল একটি বাড়িতে। নগদ টাকা, স্বর্ণালংকাসহ সর্বমোট নয় লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছিল উক্ত রোডের জনৈক আসাদের বাড়ির ভাড়াটিয়া মো: আনোয়ার হোসেনের ঘর থেকে। ঘটনার ২৩ দিনের মাথায় কেএমপির খুলনা থানায় এ ব্যাপারে একটি মামলাও হয়েছিল। মামলাটির তদন্তভার পড়েছিল একজন এসআই’র ওপর। তিনমাসের মধ্যে মামলাটি নগর গোয়েন্দা পুলিশের কাছে যায় তদন্তের জন্য। কিন্তু এখনও কোন ক্লু উদ্ধার, চোরের সাথে জড়িত কাউকে গ্রেফতার অথবা চুরি যাওয়া টাকা বা মালামালও উদ্ধার করা যায়নি।
মামলার বিবরণে জানা যায়, উক্ত এলাকার মো: আনোয়ার হোসেনের স্ত্রী গত ৭ ফেব্রুয়ারি দুপুরের দিকে বাসা থেকে বাইরে গিয়ে বেলা পৌনে তিনটার দিকে ফিরে দেখতে পান ঘরের হ্যাজবোল্ট কেটে দু’জোড়া স্বর্ণের বালা, দু’টি স্বর্ণের চেইন, দু’জোড়া কানের দুল, দু’টি স্বর্ণের আংটি এবং নগদ সাড়ে চার লাখ টাকা চোরেরা নিয়ে যায়। এ ঘটনায় খুলনা থানায় ২৮ ফেব্রুয়ারি একটি মামলা হয়। যার নম্বর-৩৩। মামলাটি প্রথমে এসআই সাইদুর রহমান তদন্ত করলেও পরে নগর গোয়েন্দা পুলিশের ওপর তদন্তভার দেয়া হয়। কিন্তু গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় আর কোন অগ্রগতি হয়নি।
মামলার বাদী মো: আনোয়ার হোসেন বলেন, চুরির ফলে তিনি সর্বস্ব খুইয়ে এখন অনেকটা নি:স্ব।