খুলনাসহ দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—খুলনা, কুষ্টিয়া, পটুয়াখালী, কুড়িগ্রাম, মেহেরপুর ও নেত্রকোণা। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে খুলনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীতে,পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ায়,মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামে,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরে,ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই রদবদলে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তন আসছে।