সমর্থনে ২ঘন্টার কর্মবিরতি

স্টাফ রিপোর্টার ঃ জ¦ালানী তেলের উপর সাড়ে ৭ পার্সেন্ট কমিশন বৃদ্ধিসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে খুলনায় দু’ঘন্টা কর্ম বিরতি পালন করেছেন জ¦ালানী তেল সংশ্লিষ্ঠ মালিক ও শ্রমিকরা।
কেন্দ্রীয় কমিটির ডাকে আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সমর্থনে খুলনায় এই প্রতীকি কর্ম বিরতি পালন করে চারটি সংগঠন। এসময় ট্যাংকলরী চলাচল ও পদ্মা, মেঘনা এবং যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়। বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা মেঘনা যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতি এই ৪ টি সংগঠনের আয়োজনে খুলনায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট সফল করার ঘোষনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসাসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন। এ সময় তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজুসহ অন্যান্য নের্তৃবৃন্দ বক্তৃতা করেন।
সভায় বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)র সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জ¦াালনী তেলের দাম বাড়লেও তেল পরিবহন ও উত্তোলনের সংশ্লিষ্টদের কমিশন বৃদ্ধি করা হয়নি। এ দু’টি দপ্তরে একাধিকবার চিঠি ও অভিযোগ জানিয়ে নামমাত্র কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। যা এ সেক্টরে জড়িত মালিক ও শ্রমিকদের কোন কাজে আসবেনা।
এসময় ট্যাংকলরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রদান চালু, ট্রেড ও বিস্ফোড়ক লাইসেন্স ব্যাতিত অন্য কোন দপ্তর কর্তৃক লাইসেন্স গ্রহনের সিদ্ধান্ত বাতিল, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ফিলিং স্টেশনের প্রবেশদ্বারে ভুমির জন্য ইজারা গ্রহন প্রথা বাতিল, প্রধানমন্ত্রী ঘোষিত সকল তেল ডিপোতে ট্যাংকলরী শ্রমিকদের বিশ্রামাগার ও শৌচাগার নির্মানের দাবি জানানো হয়।