দিঘলিয়ায় ফিরোজ গাজী ও আফজাল অপহরণের ১৫ বছর পর মামলা

সন্তানের শোকে মায়ের মৃত্যু স্টাফ রিপোরর্টার: দিঘলিয়া উপজেলার চাঞ্চল্যকর ফিরোজ গাজী ও আফজাল হোসেন অপহরণ ও গুম করার ১৫বছর পরে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি অপহৃত ফিরোজ গাজীর ছোট ভাই ও সেনহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী সিরাজুল ইসলামের পুত্র গাজী ইমরান হাচান মনিরুল। মামলায় ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। […]