দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার প্রেক্ষিতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৯ জুলাই) সকালে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
সতর্কবার্তায় বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উল্লিখিত বিভাগগুলোর কোথাও কোথাও ৪৪–৮৮ মিমি (ভারী) এবং ৮৮ মিমি’র বেশি (অতি ভারী) বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।
এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) সকালেও একই চারটি বিভাগের জন্য একই ধরনের ভারী বর্ষণের সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের ঢলে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনীতে বন্যা দেখা দিয়েছে।
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৪টি স্থানে ভাঙন।ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি।
ফেনী শহরের সড়কগুলো জলমগ্ন হয়ে যানচলাচলে ব্যাঘাত ঘটেছে।
বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও তা নগরজীবনে সাময়িক স্বস্তি দিয়েছে, তবে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে।