/ ভিসি নিয়োগ ও বেতনভাতার দাবিতে কুয়েটে কর্মচারী সমিতির মানববন্ধন, কর্মসূচির হুঁশিয়ারি

ভিসি নিয়োগ ও বেতনভাতার দাবিতে কুয়েটে কর্মচারী সমিতির মানববন্ধন, কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগসহ বেতনভাতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে কুয়েট কর্মচারী সমিতি। বুধবার (৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থবিরতা ও অর্থসংকটে কর্মচারীদের দুর্ভোগের কথা তুলে ধরা হয়।

কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল,সাংগঠনিক সম্পাদক মোঃ সম্রাট কাজী,সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মেঃ হাবিবুর রহমান,সহ-সভাপতি আসাদ মোড়ল,কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব ও সভাপতি মোঃ রোকনুজ্জামান ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুয়েটে ভিসি না থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ফলে বেতন-ভাতা ও অন্যান্য প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে।তারা শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান, যাতে বিশ্ববিদ্যালয়ের ‘এই দুঃসময়ের অবসান’ ঘটে।
কর্মচারী নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন “আগামী এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন ও কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হবে।”