/ বিদেশিদের জন্য দারুণ সুখবর দিল সৌদি আরব

বিদেশিদের জন্য দারুণ সুখবর দিল সৌদি আরব

বিদেশিদের জন্য দারুণ সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, সৌদিতে বিদেশিরা বাড়ি কিনতে পারবেন। এমনকি পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও বাড়ির মালিক হওয়া যাবে।বৃহস্পতিবার (১০ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সরকার বিদেশিদের জন্য সম্পত্তি মালিকানার আইন অনুমোদন করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ আইন কার্যকর হবে। বহুল প্রতীক্ষিত এই সংস্কার দেশের অর্থনীতিকে বহুমুখীকরণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে নেওয়া হয়েছে।নতুন আইনের আওতায় বিদেশিরা এখন রিয়াদ ও জেদ্দায় নির্দিষ্ট এলাকায় রিয়েল এস্টেট কিনতে পারবেন। তবে মক্কা ও মদিনায় মালিকানা পেতে নির্দিষ্ট কিছু বিশেষ শর্ত পূরণ করতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ঘোষণার পর সৌদি রিয়েল এস্টেট বাজারে শেয়ারমূল্য বৃদ্ধি পেতে শুরু করে। দেশের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি শিগগিরই এই আইনের বিস্তারি