চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে, অন্যদিকে ১৩৪টি প্রতিষ্ঠানে একজনও উত্তীর্ণ হয়নি এমন চিত্র উঠে এসেছে আজ প্রকাশিত ফলাফলে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন,“এবার মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৯৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে, আবার ১৩৪টি প্রতিষ্ঠানে কেউই পাস করেনি, যা শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব পাবে।”