খুলনায় এনসিপির পথসভা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,“জুলাই গণঅভ্যুত্থান ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, লগি-বৈঠার বিরুদ্ধে। কিন্তু আজ আবার দেশে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েছে। রাজধানীতে ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে চাঁদার দাবিতে। এই প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়নি।”
তিনি আরও বলেন,“আওয়ামী লীগ খুলনার শিল্প এলাকা ধ্বংস করেছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন করেছে। এর বিরুদ্ধে জনগণকে আবারও সোচ্চার হতে হবে। আমাদের শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে।”
শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ সব কথা বলেন।
যশোর থেকে সড়কপথে পদযাত্রা করে শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান এনসিপি নেতারা। সন্ধ্যা সোয়া ছয়টায় তাঁরা ফুল ও জাতীয় পতাকা দিয়ে সংবর্ধিত হন। মাগরিবের নামাজের পর শুরু হওয়া এ সভা রাত পৌনে নয়টায় শেষ হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন: আখতার হোসেন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।
তাঁরা জানান,“জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে প্রার্থী দেবে। জনগণের রায়ে এনসিপির প্রার্থীরা বিজয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ।”
বক্তারা বলেন, “মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। তাই নতুন সংবিধান গড়ে তুলতে হবে। ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে।”
তাঁরা আরও বলেন,“চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও লড়েছে, ভবিষ্যতেও লড়বে।”
সভা শেষে নেতৃবৃন্দ খালিশপুর পিপলস গোল চত্বরে যান এবং সেখানে আরেকটি সমাবেশে যোগ দেন, যেখানে খুলনার শিল্পাঞ্চল পুনর্গঠনের আহ্বান জানানো হয়।