/ “২০২৪-এর ইতিহাস বিকৃত হতে দেওয়া যাবে না”: অধ্যাপক মাহফুজুর রহমান

“২০২৪-এর ইতিহাস বিকৃত হতে দেওয়া যাবে না”: অধ্যাপক মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন,“যাদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে, তাদের নিয়ে রাষ্ট্র বা ক্ষমতাসীনদের কোনো ভাবনা নেই। একমাত্র জামায়াতই শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (১২ জুলাই) সকালে নগরীর আল-ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন,“১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৯০ সালের মতো ২০২৪-এর গণ-অভ্যুত্থানও ইতিহাসের অংশ। এই ইতিহাস বিকৃত করার চেষ্টা চললেও জামায়াত তা হতে দেবে না।”তিনি জানান, গণ-অভ্যুত্থান স্মরণে ১০ খণ্ডে ২৫০০ পৃষ্ঠার একটি বই প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। সেখানে শহীদদের পরিচয়, গণ-আন্দোলনে ভূমিকা এবং শাহাদাতের স্থান সংরক্ষিত হয়েছে।

আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন:“এই সমাবেশ শহীদদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এক ঐতিহাসিক মাইলফলক হবে।”
মতবিনিময় সভায় জামায়াত ঘোষিত ৭ দফা দাবির পুনরায় উচ্চারণ করে মহানগর আমীর গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।
তিনি আরও বলেন,“ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন, আহত হয়েছেন, তারা ইসলামের দৃষ্টিতে গাজী। গণহত্যার শিকাররা শহীদ।”
মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, জামায়াত নেতা মো. মশিউর রহমান রমজান, শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা মো. আজিজুর রহমান, আহত মো. সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম উজ্জল, এস এ মুকুল প্রমুখ।

সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনায় অংশগ্রহণকারী শহীদ পরিবার ও আহতরা কান্নায় ভেঙে পড়েন।