খুলনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে নগরীর সদর থানাধীন বার্মাশীল রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৩২৫ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন খুলনার রূপসা দূর্জনী মহল এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং খালিশপুর কাশিমপুর এলাকার মোক্তার মোল্যা (৪১)।
অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম. রাশাদ মাহমুদ অংকন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বার্মাশীল রোডে অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই বিক্রেতাকে আটক করে। রাতেই তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “যৌথ বাহিনী চোলাই মদসহ দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।”
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। উদ্ধারকৃত চোলাই মদের উৎস ও বাণিজ্যিক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে।