/ এক দশকের অগ্রযাত্রা পেরিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

এক দশকের অগ্রযাত্রা পেরিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করে এগিয়ে চলেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। কৃষিনির্ভর এই দেশের অর্থনীতিকে গতিশীল করতে দক্ষ মানবসম্পদ তৈরির প্রত্যয়ে ২০১৫ সালের ১৪ জুলাই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। গৌরবের ১০ বছর অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টি আজ পদার্পণ করেছে ১১তম বছরে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা ও আনন্দঘন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম, উপাচার্যের প্রতিনিধি হিসেবে দেলোয়ার হোসাইন, এবং বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, “দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সম্মিলনে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপ পাওয়ার পথে এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষ্যে এর শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।”

২০১৫ সালের ১৪ জুলাই, জাতীয় সংসদের আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।