/ করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতাই প্রধান অস্ত্র: খুলনা বিভাগীয় কমিশনার

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক সচেতনতাই প্রধান অস্ত্র: খুলনা বিভাগীয় কমিশনার

“করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে, আর এ ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে সক্রিয় করতে হবে” এমন আহ্বান জানিয়েছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।


মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইমাম, পুরোহিতসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারের মাধ্যমে মানুষের মননে স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতা পৌঁছে দিতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “পরিস্কার-পরিচ্ছন্নতার অভ্যাস এবং প্লাস্টিক বর্জন হ্রাসই পারে পরিবেশকে রক্ষা করতে। নড়াইল পৌরসভা এখনো অপরিকল্পিত—এই অবস্থায় নাগরিক অংশগ্রহণে পরিকল্পিত উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ জরুরি।” তিনি আরও আশ্বাস দেন, “নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এছাড়াও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ,স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া শুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, এনপিপি জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, জামায়াতে ইসলামীর আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, শিক্ষক নেতা সাখাওয়াত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু ,সাংবাদিক আসাদ রহমান প্রমুখ।


সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ব্যানার-ফেস্টুন টানিয়ে সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে হবে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী করোনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
মতবিনিময় সভার আগে বিভাগীয় কমিশনার সদ্য নির্মিত উপজেলা হলরুম উদ্বোধন করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে তিনি ঐতিহাসিক হাটবাড়িয়া জমিদার বাড়ি (ডিসি পার্ক) পরিদর্শন করেন।