জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিবিসিকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
পুলিশ জানায়, অন্তত ৪০-৫০ জনের একটি দল একত্রিত হয়ে পুলিশের একটি সরকারি গাড়ির ওপর হামলা চালায়। গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুরও করা হয়।
কারা এই হামলা চালিয়েছে এমন প্রশ্নে ওসি সাজেদুর রহমান বলেন, “ছাত্রলীগের পোলাপান।” তবে এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় বা স্থানীয় কোনও নেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ঘটনার সময় গাড়িটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার শিকার হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পহেলা জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ জেলা শহরের দিকে পদযাত্রা করার ঘোষণা দেয় দলটি।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “১৬ জুলাই… মার্চ টু গোপালগঞ্জ।”
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও এই কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক ফেসবুক পোস্ট দেন। তিনি লিখেছেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।” আরও বলেন, “বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।”
তিনি আরও যোগ করেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম দিয়ে আর বৈষম্য হবে না। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”
এই ঘটনার পর গোপালগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কারা কারা জড়িত, তা শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযানও শুরু হয়েছে।