/ রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রূপসা উপজেলার চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ হাওলাদার (৪৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ও র‌্যাব-১১ এর যৌথ আভিযানিক দল।১৬ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) ও র‌্যাব-১১ এর একটি যৌথ দল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে।


তিনি খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে।র‌্যাব জানায়, নিহত সাব্বির (৩২) এর সঙ্গে গ্রেফতার হওয়া আসামিসহ অন্যান্য আসামিদের পুরোনো বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই ২৬ জুন রাতে রূপসার রাজাপুর এলাকায় ডেকে নিয়ে সাব্বিরকে গুলি করে হত্যা করা হয়।ঘটনার পর নিহতের মা বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।র‌্যাব-৬ জানায়, হত্যাকান্ডের পর থেকেই ছায়া তদন্তের মাধ্যমে তারা হত্যার রহস্য উদঘাটন ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপর ছিল। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।