/ তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের

তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের

এ অঞ্চলের মানুষ প্রায় ৬ মাস পানিবন্দি থাকে

তালা উপজেলায় বিরামহীন অতিবৃষ্টিতে খাল-বিলের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে শত শত বিঘা পাটের ক্ষেত, ধানের বীজতলাসহ অন্য ফসল। কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে এবছর চাষাবাদ করা সম্ভব না হওয়ার আশঙ্কায় কৃষক।


সরেজমিন দেখা যায়, উপজেলার খেশরা ও তেতুলিয়া ইউনিয়নের শিরাশুনি, লাউতাড়া, সুভাশিনী, মদনপুর, শুকদেবপুর,পাঁটরোখী,দেওয়ানী পাড়া,সুকদেবপুর, নওয়াপাড়া,তালা সদর ইউনিয়নের বারুইহাটিসহ কয়েকটি গ্রাম, ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহা, ঘোনা,জালালপুর ইউনিয়ন কিছু অংশ ও কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা, বাউশলা, পশ্চাক্রন, শ্রীফলা, আঠন্ডা,লক্ষীনাথকাটি এলাকায় অতিবৃষ্টির ফলে খাল-বিলসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।


তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একাংশ ও সাতক্ষীরার তালা উপজেলা একাংশের পানি ভদ্রা নদী দিয়ে প্রবাহিত হয়। আমাদের এই অঞ্চলের পানি চুকনগর অঞ্চলের নরনিয়া খাল দিয়ে ভদ্রা নদীতে পড়ে। ভদ্রা নদীর তলদেশে পলি জমে সমতল থেকে উঁচু হওয়ার কারণে মনিরামপুর ও কশবপুরের পানি উঠানামা করতে পারে না। তালার এই অংশ অপেক্ষাকৃত নীচু হওয়ায় ওই অঞ্চলের পানি এদিকে ঢুকে পড়ে। নরনিয়া খালের প্রায় ১ কিলোমিটার পলি পড়ে দীর্ঘদিন বন্ধ থাকায় ভদ্রা নদীতে পানি পড়তে পারে না। এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন করতে হলে ভদ্রা নদী ও নরনিয়া খাল খননের ব্যবস্থা করতে হবে। নরনিয়া বøুইস গেট থেকে কাশিমপুর পর্যন্ত আপার ভদ্রানদী খনন করা না হলে গত বছরের তুলনায় এবছর আরও অধিক জলাবদ্ধতার সৃষ্টি হবে।


তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রাণী সরকার বলেন, তালা উপজেলায় যোগদান করেই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছি। গতকাল সকাল থেকে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের নওয়াপাড়া থেকে দেওয়ানিপাড়া পর্যন্ত খালের নেটপাটা অপসারণ করিয়েছি। সংশ্লিষ্ট সবার পরামর্শ দেয়া হয়েছে সরকারি খালের নেট পাটা ও কালভার্টের মুখ পরিষ্কার করার জন্য।