টানা বৃষ্টিতে ভিজছে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে একটানা অঝোর ধারার বৃষ্টি হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ধারাবাহিকতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে এখন দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে, ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে।
আগামী ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষণ অনুযায়ী: শুক্রবার (১৮ জুলাই): ঢাকাসহ আট বিভাগেই বৃষ্টি, কোথাও ভারি বর্ষণ।শনিবার (১৯ জুলাই): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি বেশি হতে পারে।রবিবার থেকে মঙ্গলবার (২০–২২ জুলাই): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রবল বর্ষণ অব্যাহত থাকবে, অন্য বিভাগগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার আশঙ্কাও বাড়ছে। কৃষি, পরিবহন ও স্বাভাবিক জনজীবনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।