/ খুলনায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

খুলনায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

বাংলাদেশ সরকারের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের অংশ হিসেবে খুলনা মহানগরের নূরনগর এলাকায় অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য নাগরিক এবং অসংখ্য মুসল্লি।
উদ্বোধনী অনুষ্ঠানে মুসল্লিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনের সময় সিরিয়া সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য এবং বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মসজিদটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর এবং ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে।

স্থানীয় এক মুসল্লি জানান,“এমন সুন্দর ও আধুনিক মসজিদ আমাদের এলাকায় হওয়ায় আমরা খুবই খুশি। এটি শুধু নামাজের স্থান নয়, ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবেও কাজ করবে।”