পাবনার আটঘরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংষর্ষে মেহেদি হাসান (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের (৩৫) বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।
আটঘরিয়া থানার এসআই মো. আশিক জানান, চাটমোহর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা আটঘরিয়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংষর্ষ হলে সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত আটঘরিয়া হাসপাতালে নিলে তাদের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন আটক করেছে পুলিশ। ড্রাইভার পলাতক।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিকুজ্জামান সরকার জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।