/ যশোরের অভয়নগরে জুটমিল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে জুটমিল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে মনিরুল ইসলাম (২৫) নামের এক জুটমিল শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজঘাট এলাকায় আকিজ গ্রুপের ইকোপ্যাক লিমিটেডের শ্রমিক কোয়ার্টার থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মনিরুল কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী উপজেলার বনদিয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকার আব্দুল হাই মণ্ডলের ছেলে। তিনি ইকোপ্যাক লিমিটেডের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মৃতের সহকর্মী শাহীন আহমেদ বলেন, ‘বেশ কিছুদিন ধরে মনিরুলের সঙ্গে তার পরিবারের ঝামেলা চলছিল। মঙ্গলবার সকালেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। পরবর্তীতে মনিরুল ডালিয়া নামের কোয়ার্টারের পাঁচ নম্বর রুমে চলে যায়। দুপুরে জানতে পারি রুমের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মনিরুল।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘রাজঘাটে ইকোপ্যাক লিমিটেডের ভেতরে শ্রমিক কোয়ার্টার থেকে মনিরুল ইসলাম নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে এই ঘটনা ঘটেছে।ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’