/ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৫৮) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় সৈকতের মিরা পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চর-চান্দু পাড়া গ্রামের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারে কাজ করতেন।

নিহতের ছেলে নাসির হাওলাদার বলেন, ‘গত ২৩ জুলাই মাছ শিকারের উদ্দেশে তার পিতা সাগরে গিয়ে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। প্রতিদিনই প্রায় সাগরের আশেপাশে নজর রাখার পর গতকাল সকালে একটি মরদেহ ভেসে এসেছে শুনে গিয়ে তাকে শনাক্ত করি।’

কয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। সৈকতের মীরাবাড়ি পয়েন্টে কালো রংয়ের রেইনকোট পরিহিত ব্যক্তির পরিচয় তার ছেলে শনাক্ত করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন ৫ জেলে। এর মধ্যে গতকাল এ লাশটি উদ্ধার হলো।