নিজস্ব সংবাদদাতা, রূপসা(খুলনা): উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগিহাটি কবিরের মোড় এলাকায় বিএনপির দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তৈয়ব আলী নামের একজনের অবস্থা গুরুতর। আহত অন্য দু’জন হলেন বাপ্পি ও রাসেল। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা আইচগাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আইচগাতী পুলিশ ফাঁড়ির আইসি এসআই আশরাফুল বলেন, ৬ নং ওয়ার্ডে বিএনপির ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আজিজুল গ্রুপ ও শ্রমিক দল নেতা মাসুদ গ্রুপের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে তিনি পুলিশসহ ঘনাস্থলে গিয়েছিলেন। আহতদের খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত তিনজনের মধ্যে তৈয়ব আলীর অবস্থা গুরুতর। অন্য দু’জন আশংকামুক্ত। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।