/ দৌলতপুরে ঘের ব্যবসায়ী আলামিনকে গলা কেটে হত্যা

দৌলতপুরে ঘের ব্যবসায়ী আলামিনকে গলা কেটে হত্যা

নগরীর দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায় রবিবার (৩ আগস্ট) রাত আনুমানিক ৮ টার সময় আলামিন (৪০) নামে এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত আলামিন দৌলতপুর থানার মহেশ্বরপাশা দিঘীর পূর্বপাড় এলাকার শাহেদ আলীর পুত্র। তিনি খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিলস কেডিএ আবাসিকের পাশবর্তী মাঠে মাছের ঘের পরিচালনা করতেন এবং সাম্প্রতি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন।

রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলে মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক ঘোরার সময় গতি কমানোর সঙ্গে সঙ্গেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা চালায়। স্থানীয়রা মোটরসাইকেলের বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলামিনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এবং পুলিশকে খবর দেয়। লাশের পাশেই তাঁর মোটরসাইকেল ও হেলমেট, পাশাপাশি দুটি গুলির খোলস পাওয়া গেছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি ও খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জাহিদুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে এটি একটি স্বপ্ন হত্যা মামলা বলে ধারণা করা হচ্ছে; হামলাকারীদের ধরতে রাতারাতি অভিযান চলছে।”

নিহতের বড় ভাই আওলাদ আলামিনের লাশ সনাক্ত করেছেন। আলামিন স্ত্রী ও কন্যা সন্তানের ছেলে ছিলেন। হত্যার সূত্র এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ, ফিংগারপ্রিন্ট ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।

পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের পর ফরেন্সিক প্রতিবেদন পাঠাবে এবং তা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।