খুলনা মহানগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানার শিশুবাগান এলাকায় ছাত্রদল কর্মী সাগর মোল্লা (২৭) কে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রাজুর (৩০) নেতৃত্বে ৮-১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সাগর মোল্লার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে তাকে পিঠের বাম পাশে, বাম কোমরের ওপর ও পেটের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টা ১৫ মিনিটে সাগরকে সার্জারি বিভাগের ১১-১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ভুক্তভোগী সাগর মোল্লা পূর্ব বানিয়া খামার বড় মসজিদের পূর্ব পাশে বসবাস করেন। তার পিতার নাম রেজাউল মোল্লা।
এ বিষয়ে লবণচরা থানার ওসি জানান, “ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি পূর্ব বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।