খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে খালিশপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম নর্থ ব্লক হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে শিবলী নোমান (৩৯) ও সিদ্দিকুল ইসলাম রতন (৩৭) কে হাতেনাতে আটক করে। আটক শিবলী নোমান বাগেরহাট জেলার কচুয়া থানার মাদারতলা এলাকার বজলুর রহমান শেখের ছেলে এবং সিদ্দিকুল ইসলাম রতন খুলনার খালিশপুর থানার নর্থ ব্লক হাউজিং এস্টেট এলাকার আব্দুর রহমান শেখের ছেলে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় জানা যায়, শিবলী নোমানের বিরুদ্ধে ১টি মামলা এবং সিদ্দিকুল ইসলাম রতনের বিরুদ্ধে খালিশপুর থানায় পূর্বের ৪টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।