/ সংকীর্ণতা জাতিকে পিছিয়ে দেয়: খুলনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সংকীর্ণতা জাতিকে পিছিয়ে দেয়: খুলনায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দেশে যে কোনো ধরনের সংস্কার কার্যক্রম সফল করতে হলে সত্য কথা বলার সাহসী মানুষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তাঁর মতে, ব্যক্তিগত বা দলীয় পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন না করলে তা শুধু বিতর্কই তৈরি করবে না, বরং জাতির অগ্রযাত্রাকেও থামিয়ে দেবে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যোগ্যতা ও দক্ষতা নিয়ে কাজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতেই বাধ্য হবে। সাহস ও সততা থাকলে জীবনের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব।

গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের সুযোগ এসেছে জানিয়ে ড. মোখলেস উর রহমান বলেন, এখন আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে তা অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রশাসনকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। নির্বাচনকে মর্যাদার উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মুক্ত আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।