স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যাওয়ার সাত দিন পর মাদক বিক্রেতা ইউসুফ হাওলাদারকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টায় নগরীর আলমনগর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৬ আগস্ট দুপুরে নগরীর আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে এস আই সোবহান মোল্লা। এ ঘটনায় খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইউসুফের বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে ইউসুফকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। রাত সাড়ে ৩টায় প্রিজন সেলে পালিয়ে যায় ইউসুফ। বুধবার এস আই সোবহান মোল্লাই তাকে পুনরায় গ্রেপ্তার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মদ জানান, পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে গত ১১ আগস্ট তার বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় আরেকটি মামলা হয়েছিল। দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকালেই তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ইউসুফ নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত ইউসুফ নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।