/ খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৪ রাউন্ড কার্তুজগোলা ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশ যৌথভাবে উপজেলার দেয়াড়া পূর্ব পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত ব্যক্তির নাম মো. আমিরুল শেখ।

নৌবাহিনী সূত্র জানায়, অভিযানের সময় আমিরুল শেখের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ রাউন্ড কার্তুজগোলা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।