নিজস্ব সংবাদদাতা শৈলকুপা (ঝিনাইদহ): বন্যপ্রাণী সংরক্ষণের সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ঝিনাইদহের শৈলকুপায় পিটিয়ে হত্যা করা হলো একটি মেছো বাঘকে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে ধান কাটার মেশিনের সামনে পড়ে বাঘটি আহত হলে গ্রামবাসী এটিকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত হওয়ার পর বাঘটি দিগ্বিদিক ছুটতে শুরু করে। আতঙ্কিত গ্রামবাসী এ সময় বাঘটিকে ঘিরে ধরে এবং লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করে। বাঘটি বাঁচতে চেয়েও ব্যর্থ হয় এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত বাঘটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এটি একটি সংরক্ষিত প্রাণী এবং এটিকে হত্যা করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী একটি গুরুতর অপরাধ।এ ধরনের ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সমাজের উদাসীনতাকেই তুলে ধরে। আহত প্রাণীকে সাহায্য না করে উল্টো হিংস্রতার পরিচয় দিয়ে পিটিয়ে মারাটা মানবতাবিরোধী অপরাধ। পরিবেশ ও বন বিভাগের পক্ষ থেকে বারবার বন্যপ্রাণী লোকালয়ে এলে তাদের না মেরে খবর দেওয়ার অনুরোধ করা হলেও স্থানীয়দের এমন আচরণ খুবই হতাশাজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা।