/ নিরপেক্ষ নির্বাচন জীবন দিয়ে হলেও আদায় করবে জনগণ: মিয়া গোলাম পরওয়ার

নিরপেক্ষ নির্বাচন জীবন দিয়ে হলেও আদায় করবে জনগণ: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ জীবন এবং রক্ত দিয়ে হলেও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায় করবে। জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনের জন্য আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগেই দেখছি, কোনো কোনো দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহ্বা কেটে দেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন। আমরা লক্ষ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য প্রস্তুতি ঘোষণা করছেন; কিন্তু এখনো জিহ্বা কেটে নেওয়ার কথা বলা এই সন্ত্রাসীকে কেন গ্রেফতার করতে পারেননি?

বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকাল থেকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় হিন্দু সমাবেশ, ভোটার সমাবেশ, মাদরাসা শিক্ষক-ছাত্রদের সঙ্গে মতবিনিময়, পথসভা ও বাজার সমাবেশে এসব কথা বলেন তিনি।

সকাল ৭টায় ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্থানীয় হিন্দু কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়—সকলেই রাষ্ট্রের সমান মর্যাদার নাগরিক। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হয়েছে। ইসলাম জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়ার অনুমতি দেয় না।

তিনি নতুন বাংলাদেশ ও মানবিক বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি ডা. নিত্যরঞ্জন রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অর্ধেন্দু মন্ডল। উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, ও অন্যান্য হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ।

সকাল ১০টায় ৯নং সাহস ইউনিয়ন পরিষদ মাঠে ভোটার সমাবেশে মিয়া গোলাম পরওয়ার অতীত নির্বাচনের অনিয়মের উদাহরণ দিয়ে বলেন, ১৪ সালে ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়, ১৮ সালে দিনের ভোট রাতে হয়ে যায়, ২৪ সালে নিরপেক্ষ কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না বলে আমরা বর্জন করি।

দুপুরে সাজিয়াড়া মাদরাসায় শিক্ষক ও ছাত্রদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমরা মানবিক কল্যাণকর রাষ্ট্র চাই যেখানে সবার জান-মাল ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকবে।

বিকেলে বাদুড়িয়া বাজার, ঘোষড়া স্কুল মাঠ, আরশনগর নতুনহাট এবং ফুলতলা উপজেলার পথেরবাজারে একাধিক পথসভায় অংশ নেন তিনি। প্রতিটি সভায় তিনি নির্বাচন, সংখ্যালঘু অধিকার, দুর্নীতি, অতীত সরকারের কর্মকাণ্ড, এবং নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য রাখেন।

মিয়া গোলাম পরওয়ার ব্যাখ্যা করেন, নতুন বাংলাদেশ মানে শুধু ভূখণ্ডের পরিবর্তন নয়—বরং একটি ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ যেখানে হকার থেকে শুরু করে সব নাগরিক শান্তিতে বসবাস করবে।