/ বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মুকুল হোসেন আটক

বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মুকুল হোসেন আটক

যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মুকুল হোসেন। তিনি বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, নাশকতামূলক কাজের পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাহাদুরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন নেতাকর্মী বৈঠক করছিলেন বলে দাবি করেন তিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মুকুল হোসেনকে আটক করা সম্ভব হয়।ওসি আরও জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।