কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজলোর জগন্নাথপুর ইউনয়িনরে পদ্মানদীর পাড়ের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার এলঙ্গিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে বাড়ি না ফিরলে পরিবারেরর সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে স্থানীয়রা পদ্মার চরে একটি জবাই করা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হৃদয়ের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
নিহতের বাবা ইউনুস আলী জানান, গতকাল বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হৃদয়। বাবার দাবি ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয় তার ছেলেকে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবরে হৃদয় আলী নামে এক কিশোরের গলাকাটা মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিয়ে হৃদয়কে গলাকেটে হত্যা করা করা হয়েছে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।